আওয়ামী লীগ নেতৃত্বে ধসের কারণে এত প্রার্থী!
- ডয়চে ভেলে
- ১৭ নভেম্বর ২০১৮, ১৯:০১
সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চার হাজারেরও বেশি৷ গড়ে প্রতিটি আসনে প্রার্থী ১৩ জনেরও বেশি৷ মনোনয়ন ফর্ম বিক্রি করে আওয়ামী লীগের ১২ কোটি টাকারও বেশি আয় হয়েছে৷ প্রশ্ন হলো – এত মনোনয়নপ্রত্যাশী কেন?
আওয়ামী লীগ মনোনয়ন ফর্ম বিক্রি করেছে মোট চার দিন৷ ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই বিক্রির কার্যক্রম চালানো হয়৷ প্রতিটি ফর্ম বিক্রি হয় ৩০ হাজার টাকায়৷ মোট ফর্ম বিক্রি হয় চার হাজার ২৩টি৷ ফর্ম বিক্রি করে আওয়ামী লীগের আয় হয়েছে ১২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা৷
একটি আসনের জন্য সর্বোচ্চ ৫২টি ফর্মও বিক্রি হয়েছে৷ আর সেই আসনটি হলো বরগুনা-১৷ এছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে বিক্রি হয়েছে ৪০টি ফর্ম, রংপুরের কুড়িগ্রাম-৪ আসনে ৩০টি এবং কক্সবাজার-১, নেত্রকোনা-১ ও ঝিনাইদহ-২ আসনে ২৬টি করে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে৷ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাও অবাক করেছে৷ সেখানে মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ২০টি৷
বরগুনা-১ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু৷ তিনি ছাড়াও এই আসনের জন্য আরো যে ৫১ জন মনোনয়ন ফর্ম কিনেছেন, তাঁদের একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির কবির৷ এত বেশি প্রার্থী হওয়ার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা বর্তমান এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মনোনয়নপত্র কিনেছি৷ আমরা চাই তাঁকে যেন দল মনোনয়ন না দেয়৷ এ জন্য আমরা ৫১ জন এক জোট হয়ে মনোনয়ন ফরম কিনেছি৷ এর আগে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও তার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ জমা দিয়েছি৷ তাঁকে ছাড়া অন্য যে কাউকে দল মনোনয়ন দিলে আমাদের আপত্তি থাকবে না৷''
গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রতাশীদের সঙ্গে কথা বলেছেন৷ সেখানে অবশ্য প্রধানমন্ত্রী এবং দলের শীর্ষ কয়েকজন নেতা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন৷ প্রার্থীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেননি৷ গণভবনের ওই অনুষ্ঠানে জাহাঙ্গির কবিরও ছিলেন৷ তিনি বলেন, ‘‘বরগুনাসহ বেশ কিছু আসনে এত বেশি মনোনয়নপ্রত্যাশী দেখে প্রধানমন্ত্রী বিস্মিত হয়েছেন৷ তিনি বলেছেন, নেতৃত্বের সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ আমি বুঝতে পেরেছি ওইসব এলাকায় নেতৃত্ব নেই৷ কিছু এমপি এলাকার নেতা-কর্মীদের আস্থা হারিয়েছেন৷''
এ বিষয়ে কথা বলার জন্য বরগুণা-১ আসনের এমপি এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে যোগাযোগ করা হয়৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এত মনোনয়ন প্রার্থী কেন, তা আমি জানি না৷ এর কোনো ব্যাখ্যা নেই৷ যাঁদের ইচ্ছা হয়েছে, তারা হয়েছে৷''
তিনি দাবি করেন, ‘‘এটা আমার প্রতি ক্ষোভ বা অনাস্থার কারণে হয়নি৷ নেতৃত্বের সংকট সবখানেই হয়েছে৷''
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নমিনেশন চেয়েছেন৷ তার পক্ষে আরো ১২-১৩ জন মনোনয়ন ফর্ম কিনেছেন৷ এখন মেয়র, উপজেলা চেয়ারম্যানরা মনে করেছেন, তাঁরা নেত্রীর সঙ্গে দেখা করতে যাবেন৷ তাই তাঁরাও কিনেছেন৷'' টেলিফোনে কথা বলার এক পর্যায়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং এই প্রতিবেদকের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন৷
আরো কয়েকজন মনোনয়প্রত্যাশী জানান, প্রধানমন্ত্রী এই নেতৃত্ব সংকটে হতাশা প্রকাশ করেছেন৷ তাই তিনি বলেছেন দল যাকে মনোনয়ন দেবে, তার জন্যই কাজ করতে হবে সবাইকে৷ কেউ এর বিপরীত কিছু করলে তাকে আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্য বিদায় করা হবে৷ তিনি এবারের নির্বাচন সহজ হবে না বলে সবাইকে সতর্ক করেছেন বলেও জানিয়েছেন তাঁরা৷
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন মনোনয়ন প্রত্যাশী জানান, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন, নেতৃত্বের কী ভয়াবহ ধস যে, কোনো কোনো এলাকায় একটি আসনে ৪০-৫০ জন প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছেন৷''
মাগুরা-২ আসন থেকে মনোনয়পত্র কিনেছেন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ড. ওহিদুর রহমান টিপু৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘গণভবনে প্রধানমন্ত্রী এত বেশি মনোনয়নপত্র কেনা সম্পর্কে বলেছেন যে, আওয়ামী লীগে অনেক নেতা-কর্মী বেড়েছে৷ অনেকেই নির্বাচন করতে চান৷ তবে কোনো কোনো এলাকায় একই আসনে ৪০-৫০ জন মনোনয়ন ফর্ম কিনেছেন৷ এটা ভালো দেখায় না৷ পরস্পরের প্রতি সম্মান থাকে না৷ এটা নেতৃত্বের দুর্বলতা৷ কোনো কোনো এলাকার এমপি বা নেতার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটেছে এর মাধ্যমে৷''
তিনি জানান, ‘‘নেত্রী স্পষ্ট বলে দিয়েছেন, মাঠ জরিপের মাধ্যমে মনোনয়ন দেয়া হবে৷ যাঁর জনপ্রিয়তা আছে, তাঁকেই মনোনয়ন দেয়া হবে৷ মুখ দেখে কোনো মনোনয়ন দেয়া হবে না৷ আর যাঁকে দল মনোনয়ন দেয়া হবে তাঁর জন্যই সবাইকে কাজ করতে হবে৷ আমিও মনে করি, যদি এভাবে মনোনয়ন দেয়া হয়, তাহলে যোগ্য প্রার্থীরাই মনোনয়ন পাবেন৷''
ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের একজন মনিরুজ্জামান মনির৷ তিনি সাবেক ছাত্রনেতা এবং আওয়ামী লীগ নেতা৷ তার মতে, এবার প্রধানত চারটি কারণে আওয়ামী লীগ থেকে মনোয়ানপ্রত্যাশী বেশি৷ তাঁর মতে কারণগুলো হলো, ‘‘কেউ কেউ এই মনোনয়নপত্র কেনার মাধ্যমে আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করতে চান৷ তরুণ এবং সাবেক ছাত্র নেতারা আগে তেমন মনোনয়ন পাননি৷ এবার তাঁরা চান৷ নারীদের অনেকে মনোনয়ন ফর্ম কিনেছেন, তাঁদের এর মাধ্যমে সংরক্ষিত কোটায় এমপি হওয়ার বিষয়টি নিশ্চিত করতে চান৷ আর সবশেষ কারণ হলো, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এমপি যারা আছেন, তাদের আওয়ামী লীগবিরোধী কর্মকাণ্ড এবং অনিয়মে স্থানীয় পর্যায়ে ক্ষোভ৷''
তিনি বলেন, ‘‘যারা মনোনয়ন ফর্ম কিনেছেন, তাদের মধ্যে বড় একটি অংশ আছে যাঁরা মেয়র ও উপজেলা চেয়ারম্যান৷ নেত্রী গণভবনে জানিয়ে দিয়েছেন, তাঁদের মনোনয়ন দেয়া হবে না৷ এই হিসেবে সরাসরি প্রায় দুই হাজারের মতো মনোনয়ন ফর্ম বিবেচনায় আসবে না৷''
জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবার মনোনয়ন চূড়ান্ত করার পর যাতে স্থানীয় পর্যায়ে ক্ষেভের সৃষ্টি না হয়, সেই দিকেই সতর্কতা অবলম্বন করছেন৷ যাতে কেউ ক্ষুব্ধ হলেও তাঁর বহিঃপ্রকাশ ঘটাতে না পারে, সেজন্য কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার চিন্তা করা হচ্ছে৷ বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে এসব নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন৷ সেখানে এ পর্যন্ত করা পাঁচটি জরিপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে৷
এ সব জরিপের ওপর ভিত্তি করেই ২৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে আওয়ামী লীগ৷ এর আগে ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টি ও বিকল্পধারার নেতৃত্বে যুক্তফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হবে৷ ১৪ দলীয় জোটের সবাই নৌকা প্রতীকে এবং জাতীয় পার্টি ও যুক্তফ্রন্ট নিজেদের প্রতীকে নির্বাচন করবে৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বলেছেন, ‘‘দেশি-বিদেশি ৫-৬টি জরিপ আছে, তার ভিত্তিতে আমরা প্রার্থী মনোনয়ন দেবো৷ সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে৷ জোটের শরিকদের জন্য কিছু আসন ছেড়ে দেয়া হবে৷''
এর আগে তিনি জোটের শরিকদের জন্য সর্বোচ্চ ৭০টি আসন ছেড়ে দেয়ার কথা বলেছিলেন৷